ইতালির কুখ্যাত সিসিলিয়ান মাফিয়াপ্রধান মাত্তেও মেসিনা ডেনারোকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
৬০ বছর বয়সি ডেনারো ১৯৯৩ সাল থেকে আত্মগোপনে ছিলেন। ইতালির পুলিশ জানিয়েছে, সিসিলিয়ান শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্দ্রেয়া বোনাফেড ছদ্মনামে, প্রায় এক বছর ধরে সেখানে মাঝে মধ্যে চিকিৎসা গ্রহণ করতেন ভয়ঙ্কর এ খুনি।
গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে, ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ক্লিনিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে, পালানোর চেষ্টা করেছিলেন ডেনারো। কিন্তু ঘিরে ফেলার পর আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি। পরে তাকে সিসিলিয়ান রাজধানীর লরেঞ্জো ব্যারাকে স্থানান্তর করা হয়।