13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ সকালে উঠে নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল

নিউজ ডেস্ক
October 8, 2021 7:42 am
Link Copied!

আজ ৮ অক্টোবর শুক্রবার সকালে উঠে নিজের রাশি মিলিয়ে আজকের রাশিফল দেখে নেওয়া যায়, তাহলেও সুন্দরভাবে চলতে পারে আপনার জীবন। বাঁধা থাকলে, এড়িয়ে চলুন। পাবেন সুন্দর দিনের উপহার।

মেষঃ বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনাকে সম্পূর্ণ সত্য বলবে না। বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি সুন্দর সফর হবে। অনুষ্ঠানের কারণে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে। পুরনো বিনিয়োগের মাধ্যমে লাভজনক ফেরত পাবেন।

বৃষভঃ আপনার কাজের জন্য আপনি পরিচিত হবেন। শারীরিক সমস্যার কারণে গুরুত্বপূর্ণ কাজে যেতে পারবেন না। ভালোবাসার মানুষের থেকে আজকের দিনে বিশেষ মনোযোগ পাবেন। ভবিষ্যতে অর্থের প্রয়োজনে আজ থেকেই সঞ্চয় করুন।

মিথুনঃ নিজের ভালো লাগে এমন কাজ করুন আজকে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। বসের ভালো মেজাজে আপনার জীবন সুন্দর হবে। কর্মক্ষেত্রে ভালো দিন কাটবে আজ। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অনেক উপহার পেতে পারেন আজকে।

কর্কটঃ সন্ধ্যের সময় বন্ধুরা আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করবে। চিকিৎসককে জিজ্ঞাসা না করে ওষুধ খাওয়া ঠিক নয়। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শক্তি বেশি থাকায়, অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। আজকের দিনে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন।

সিংহঃ আজকের দিনে কাজে ব্যস্ত থাকার কারণে বিশ্রাম নিতে পারবেন না। ধর্মের কাজে অর্থ বিনিয়োগ করলে, মানসিক দিক থেকে শান্তিতে থাকবেন। কাজের জায়গায় সবকিছু আজকের দিনে আপনার পক্ষে থাকবে। বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া ঠিক নয়।

কন্যাঃ আজকের দিনটা অর্থ উপার্জনের দিক থেকে ভালো দিন। ল্যাপটপ টিভিতে সিনেমা দেখেই আজ সময় কাটবে।ভালোবাসার জীবনে আজকের দিনে আঘাত পেতে পারেন। কাছের বন্ধুদের সাহায্যে আর্থিক উপার্জন ভালো করতে পারবেন।

তুলাঃ কর্মক্ষেত্রে ভালো দিন কাটবে আজ। হাসির মাধ্যমে অসুস্থতা দূর করুন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। বেশি অর্থ ব্যয় হওয়ার আগে, আর্থিক বাজেট পরিকল্পনা করুন।

বৃশ্চিকঃ আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। বাইরের কাজে আপনি লাভবান হবেন। সকলের থেকে দূরে গিয়ে এক সময় কাটাতে মন চাইবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে।

ধনুঃ বাড়ির কোন সমস্যার কারণে কর্মক্ষেত্রে মেজাজ খারাপ থাকবে। যে কোন আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে একবার ভেবে নেবেন। প্রতিশ্রুতি দিয়ে না রাখতে পারলে, তা দেওয়ার দরকার নেই। ঘরে উৎসবের পরিবেশে আপনি তাতে অংশ নিন।

মকরঃ বিপদের দিনে ভাইকে পাশে পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ একটি বিশেষ দিন কাটবে। কাজ থেকে হঠাৎ ছুটি নিয়ে, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। কোন কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে আজকে।

কুম্ভঃ বন্ধুদের সাহায্যে আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। বেশি কাজে যুক্ত না হয়ে কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন আজকে। কাছের জায়গায় বিশেষ কারো সঙ্গে কথা হবে। অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে গুছিয়ে রাখুন।

মীনঃ পরিবারের সদস্যদের অভিযোগের সুযোগ না দিয়ে, কিছুটা সময় কাটান তাঁদের সঙ্গে। অর্থ নিয়ে আজ কিছু সমস্যা হতে পারে। পরিবারের কোন সদস্যের আচরণ আপনার খারাপ লাগতে পারে। ঝগড়া থেকে দূরে থাকুন, নাহলে শরীর খারাপ করবে।

http://www.anandalokfoundation.com/