আজ মঙ্গলবার ৩০ মে ২০২৩ রাশিফল ও ভাগ্য সাথে রাখার টিপসঃ আজই চন্দ্রের রাশিতে কর্কটে প্রবেশ করবে শুক্র। এই রাশিতে আগে থেকেই মঙ্গল বিরাজমান। এর ফলে আজ থেকে শুক্র ও মঙ্গলের যুতি তৈরি হবে। এর ফলে আজ একাধিক রাশির জীবন প্রভাবিত হবে। আবার আজ সারা দিন কন্যা রাশিতে গোচর করবে চন্দ্র।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকরা আজ তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে পড়ে অনুতাপ হতে পারে। পরিস্থিতি ক্ষতিকর হতে পারে, সঠিক পথে এগিয়ে যাওয়া কাজও আপনার ভুলের কারণে নষ্ট হতে পারে। কাজ ও ব্যবসায় জোরজবরদস্তি করার ফলে লোকসান হবে। টাকা-পয়সার কারণে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন, তা না-হলে পরিস্থিতি গম্ভীর হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন না। আপনার প্রয়োজনের সময়ে সকলে আপনার সঙ্গ ত্যাগ করবে, তবে পরিবারের সঙ্গ পাবেন। পরিবারে অশান্তি থাকবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিবজপ মালা পাঠ করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের আজ মান-সম্মান বাড়বে। যা করবেন, তাতেই আপনার ব্যক্তিত্বে উন্নতি হবে। তবে প্রশংসিত হওয়ায় অহংকার উৎপন্ন হতে পারে। ব্যবসায় বুদ্ধি ও চাতুর্যের জোরে লাভ হবে। কোনও না-কোনও কারণে কিছু সময়ের জন্য অশান্তি থাকবে। চাকরিতে সহকর্মীদের ওপর অধিক চাপ দেওয়ার ফলে একা কাজ করতে হতে পারে। গৃহস্থ জীবনে হাসির খোরাক হবেন। তবে শান্তি বজায় থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা আজ কাজে সাফল্য লাভ করবেন। আর্থিক দিক দিয়ে দিন ভালো। বাস্তবের মাটিতে দঁড়িয়ে থাকবেন, কিন্তু উচ্চবর্গের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠায় অভিমানী হয়ে পড়তে পারেন। যার ফলে ভবিষ্যতের স্নেহ ও সম্পর্কে তিক্ততার কারণ হয়ে দাঁড়াতে পারেন। কর্মক্ষেত্রে সরকারি সাহায্য লাভের জন্য দিন ভালো, তবে চেষ্টায় ত্রুটি রাখবেন না। চাকরিজীবীরা আধিকারিকদের স্নেহভাজন হবেন, তবে বেশি উতলা হবেন না। কারণ এর পিছনে কোনও স্বার্থ থাকতে পারে। আপনার উপেক্ষার ফলে পারিবারিক পরিবেশ অশান্ত থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের আজকের দিনটি আধ্যাত্মিক দিক দিয়ে লাভজনক প্রমাণিত হবে। ধর্মীয় কাজের প্রতি নিষ্ঠা থাকবে। দান-পুণ্য করার সুযোগ পাবেন। ভবিষ্যতে এর দ্বারা অবশ্যই লাভান্বিত হবেন। মধ্যাহ্ন পর্যন্ত কাজ ও ব্যবসায় পরস্থিতি অত্যন্ত চিন্তাজনক থাকবে, তার পর ব্যয় করার মতো আয় হবে। আজ যা পাচ্ছেন, তাতেই সন্তুষ্ট থাকুন। তা না-হলে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য সন্ধ্যার সময়টি সুখকর থাকবে। ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত সংবাদ পাবেন। বাণী নিয়ন্ত্রণে রাখুন। সুখ-শান্তি বজায় রাখুন। পেটের গোলযোগ সম্ভব।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলদায়ী। যে কাজ শুরু করবেন, তাতে প্রথমে আপনার অসুস্থতার কারণে বাধা আসবে। তার পর সরকার বা অন্য আর্থিক কারণে সেই কাজ মাঝখানে ছেড়ে দিতে হবে। কর্মক্ষেত্রে আপনার চিন্তাভাবনার বিপরীতে গিয়ে কাজ হবে। সহকর্মী ও কর্মচারী আপনার অজ্ঞানতা সুযোগ তুলবেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য কেউ আপনার ক্ষতি করার আগে দুবার ভাববেন না। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সময়ের মধ্যে কাজ পূর্ণ না-হওয়ায় ভবিষ্যতের ব্যবসায়িক চুক্তি প্রভাবিত হবে। আত্মীয় বা বহিরাগত কোনও ব্যক্তি প্রতিশোধ তুলতে পারেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ বস্তু দান করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা আজ প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। আলস্য থাকবে। যে কাজ করবেন, তাতে অবশ্যই সফল হবেন। তবে কাজ শুরুর আগে বিভ্রান্ত হবেন না। অর্থ আগমনে উন্নতি হবে। দৈনন্দিন ব্যয়ের বন্দোবস্ত হবে। এমনকি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। নতুন ব্যবসা বা ব্যবসা সম্প্রসারণে লগ্নি শুভ থাকবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করবেন না।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি সমৃদ্ধিদায়ক থাকবে। দিনের শুরুতে কোনও গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। তবে পরিবারের কোনও বরিষ্ঠ ব্যক্তির পথ প্রদর্শনের ফলে লাভ হবে। কাজ ও ব্যবসায় ভাগ্যের সঙ্গ পাবেন। এর ফলে প্রতিযোগিতা সত্ত্বেও সন্তুষ্টি থাকবে। অর্থ ও সুখ বৃদ্ধি হবে। আজ ছোটখাটো কথায় তর্ক করবেন না। ভবিষ্যতের লাভজনক সম্পর্ক নষ্ট হবে। চাকরিদজীবীরা অন্যান্যদের তুলনায় ভালোভাবে কাজ করবেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীর পুজো করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকদের ব্যক্তিত্ব বিকশিত হবে। অধিকাংশ কাজ ভালোভাবে চিন্তাভাবনা করে সম্পন্ন করবেন। বাণী মধুর হবে, তবে মনের তিক্ততা পরিজনদের কাছ থেকে লোকাতে পারবেন না। পুরনো বিষয়ে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে। তবে বিবেকের উপস্থিতির কারণে পরিস্থিতি গম্ভীর হবে না। ব্যবসায় চাতুর্যের সাহায্যে লাভ অর্জন করতে পারেন। প্রলোভনে পা দেবেন না, তা না-হলে পুরনো ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থ লাভের সুযোগ পাবেন। চাকরিজীবীরা নিজের শিক্ষা ও বুদ্ধির জোরে এগিয়ে আসবেন। সামাজিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। তবে বাড়িতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে।পারিবারিক কাজ উপেক্ষা করায় অশান্তি বাড়বে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মাছকে আটার গুলি খাওয়ান।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। দিনের প্রথমাংশে কিছু বুঝে উঠতে পারবেন না, ফলে সময় নষ্ট হবে। অকারণে পরিজনদের কথা শুনতে হবে। অহংকারী হবেন। পরিস্থিতির বিরোধিতা করবেন না। কর্মক্ষেত্রে মানসিক অবসাদের শিকার হবেন। আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। বিবাদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত থাকবে। কাজে এর প্রভাব পড়বে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের আজ দিনের শুরু থেকেই লাভের সুযোগ থাকবে। শুভ কাজ হওয়ার ফলে মানসিক দিক দিয়ে অবসাদ মুক্ত হবেন। কর্মক্ষেত্রে প্রতিদিনের তুলনায় কম পরিশ্রমে অধিক লাভ অর্জন করতে পারবেন। চাকরিজীবীরা অতিরিক্ত আয়ের জন্য হেরাফেরি করবেন। সাফল্য লাভে বিলম্ব হবে। তাড়াহুড়ো করবেন না। অর্থ লাভে বিলম্ব সম্ভব। ব্যবসা সম্প্রসারণ করতে পারেন, তবে নতুন ব্যবসা শুরুর জন্য আপাতত অপেক্ষা করুন। ধর্মীয় কাজে আস্থা বাড়বে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ভাগ্য আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা আজ কোনও কিছুর অভাব অনুভব করবেন। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে চালিত করা অধিক ফলদায়ী মনে করবেন। স্বভাবে পরিবর্তন আনার চেষ্টা করবেন এই রাশির জাতক এবং এতে সফল হবেন। তবে মনের ইচ্ছা দমিয়ে রাখার ফলে কষ্ট হতে পারে। পরোপকার ও আধ্যাত্মিকতার কারণে নিজের কাজ ছেড়ে অন্যের সাহায্য করবেন। কর্মক্ষেত্রে লাভের আশা কম। সন্ধ্যাবেলা অর্থ লাভের ফলে আনন্দিত হবেন। তবে পরিবারের সদস্যরা আপনার দ্বারা অসন্তুষ্ট থাকবেন।
ভাগ্য সাথে রাখার টিপসঃ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকদের আজ অধিক প্রত্যাশা করবেন। দিনের মাঝামাঝি পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। তবে পরবর্তী সময়ে গাফিলতির কারণে বিকার বাড়বে। কোনও না-কোনও ভাবে ধন লাভ হবে। আপনার মনমৌজী ব্যবহারের ফলে আপনজনদের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়বে। কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা শেষমুহূর্তে ভেঙে দিলে কলহ বাঁধবে। ধর্মীয় কাজে আস্থা থাকবে। কাজ ও ব্যবসার গতি সাধারণ থাকবে। মনের চঞ্চলতা আপনাকে লাভ থেকে দূরে রাখবে।
ভাগ্য সাথে রাখার টিপসঃ আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।