ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজিব ওয়াজেদ জয়

admin
September 20, 2016 12:20 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন সজিব ওয়াজেদ জয় ।  ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দেশের তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নে অবদান রাখার জন্য তিনি এ অ্যাওয়ার্ড পেলেন।

সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট ডেভির হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং খ্যাতনামা অভিনয় ও সংগীতশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় ওয়াল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স অ্যান্ড কম্পিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাসন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিত ভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করে।

http://www.anandalokfoundation.com/