14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে আলোচিত ছাত্রদল কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় ছাত্রদল কর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারাজ ইসলাম আল আমিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে এনে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান প্রক্রিয়া শেষে রাত ১১টার দিকে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আটক আল আমিন ও আকাশ পঞ্চগড়ের রাজনগর ইউনিয়নের নতুবস্তি এলাকার খলিলুর রহমানের ছেলে।
নিহত জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। তিনি পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পাশাপাশি তিনি শহরের কদমতলা এলাকার সূচনা ফল ঘরে ম্যানেজারের দায়িত্বে ছিলেন এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে সহকর্মীদের নিয়ে শহরের সিনেমা হল মার্কেট এলাকায় জয়কে ছুরিকাঘাত করেন ফারাজ ইসলাম আল আমিন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে জয়ের মৃত্যু হয়।
ঘটনার পরদিন শুক্রবার বিকেলে নিহতের বড় ভাই আশরাফ আলী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয় আটজনের এবং অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পলাতক প্রধান আসামি ও তার ভাইকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে। তাদের জবানবন্দি ও স্বীকারোক্তির ভিত্তিতে আরও তথ্য পাওয়া যাবে। একইসঙ্গে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
http://www.anandalokfoundation.com/