14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Link Copied!

গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’-এর স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজদের হাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা “কণ্ঠে আবার লাগাও জোর, চাঁদাবাজদের কবর খোর; আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টারিম জবাব দে; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; চাঁদাবাজদের ঠিকানা, বাংলাদেশে হবে না; ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী গোষ্ঠী ও চাঁদাবাজদের দ্বারা নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। ২৪-এর বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম, ইন্টারিম সরকারের নেতৃত্বে এই বিচারবহির্ভূত ও গুপ্ত হত্যার অবসান ঘটবে। কিন্তু এখনো তা অব্যাহত রয়েছে। যদি ইন্টারিম সরকার বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে সক্রিয় করতে ব্যর্থ হন, তবে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
http://www.anandalokfoundation.com/