14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় গাজাঁ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Brinda Chowdhury
January 1, 2020 2:55 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাজাঁ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার আহুতি বাটরা গ্রামের সুনীল বাড়ৈর ছেলে সঞ্জিত বাড়ৈ ওরফে ননী, ও চলবল গ্রামের গৌতম বালার ছেলে নিটল বালাকে গোপন সংবাদের এসআই তৈয়বুর রহমান আহুতি বাটরা এলাকা থেকে ২২পিচ ইয়াবা ও ২৩গ্রাম গাজাঁসহ মঙ্গলবার রাতে গ্রেফতার করে।

তাদের দুই জনের বিরুদ্ধে এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/