আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাজাঁ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার আহুতি বাটরা গ্রামের সুনীল বাড়ৈর ছেলে সঞ্জিত বাড়ৈ ওরফে ননী, ও চলবল গ্রামের গৌতম বালার ছেলে নিটল বালাকে গোপন সংবাদের এসআই তৈয়বুর রহমান আহুতি বাটরা এলাকা থেকে ২২পিচ ইয়াবা ও ২৩গ্রাম গাজাঁসহ মঙ্গলবার রাতে গ্রেফতার করে।
তাদের দুই জনের বিরুদ্ধে এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।