দক্ষ ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করা, বিচার ব্যবস্থার জন্য প্রশাসনিক এবং বিচার কার্যক্রম স্বয়ংক্রিয় করা, ই-আদালত কক্ষ প্রতিষ্ঠা করা এবং আইসিটি বিষয়ের জ্ঞান ও দক্ষতা দ্বারা বিচারক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২১০ কোটি টাকার ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এই প্রকল্প অনুমোদিত হয়েছে এবং তা এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রকল্পটির মূল কার্যক্রম হবে: বিচার ব্যবস্থার জন্য এন্টারপ্রাইজ আর্কিটেকচার উন্নয়ন; এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার উন্নয়ন; বিচার ব্যবস্থাধীন সকল অফিসের জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপন; আইন ও বিচার বিভাগের ডেটা-সেন্টার আপগ্রেডেশন এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপন; সুপ্রীম কোর্টের ডেটা-সেন্টার আপগ্রেডেশন এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপন; ৬৪ টি জেলায় মোট ১৪০০টি আদালত কক্ষকে ই-আদালত কক্ষে রূপান্তর; ঢাকা জেলা ব্যতীত ৬৩টি জেলায় ৬৩টি মাইক্রো ডাটা-সেন্টার স্থাপন, আইন ও বিচার বিভাগ এবং সুপ্রীম কোর্টের কেন্দ্রীয় ডেটা সেন্টারের সাথে আন্তঃসংযোগ স্থাপন; বিচারকদের জন্য ২০০০টি ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার সরবরাহ; রেকর্ডরুম স্বয়ংক্রিয়করণ এবং পুরাতন রেকর্ডরুমসমূহ ডিজিটাইজড করা; পূর্বের মামলার রেকর্ড এবং সংশ্লিষ্ট রায় ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ; ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ এবং ডিজিটাল এভিডেন্স রেকর্ডিং; বায়োমেট্রিক এটেনডেন্স সিস্টেম স্থাপন; ই-কোর্ট রুম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নতুন আইন প্রণয়ন ও প্রচলিত আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করা; বিচার ব্যবস্থার কর্মকর্তাদেরকে ডেস্কটপ কম্পিউটার সরবরাহ; বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ১৭০ জন জনবল নিয়োগ করা হবে।
সরকার ইতিমধ্যে জনগণকে অল্প সময়ে, অল্প খরচে ও সহজে বিচারিক সেবা প্রদানের উদ্দেশ্যে সকল আদালত ও ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার বা ল্যাপটপ সরবরাহ করেছে। সরকার বিচারিক প্রক্রিয়ায় কাক্সিক্ষত স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সাক্ষ্যগ্রহণের দীর্ঘসূত্রতা থেকে বিচারক ও বিচারপ্রার্থীদের নিষ্কৃতি প্রদানের লক্ষ্যে সিলেটে সাক্ষ্য গ্রহণের কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহারের কাজ শুরু করেছে এবং বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে বাংলাদেশ সুপ্রীম কোর্টসহ ১৩টি জেলায় Digital Display Board-এর মাধ্যমে আদালতের দৈনিক কার্যতালিকা প্রদর্শনের কার্যক্রম গ্রহণ করেছে।