13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর দেয়া তালাকের অভিমানে গায়ে কেরসিন ঢেলে স্বামীর আত্মহত্যার চেষ্টা

admin
September 27, 2016 10:28 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: স্ত্রী তালাক দিয়েছে এ অভিমানে নিজের গায়ে কেরসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে লিটন বিশ্বাস (২৭) নামের এক যুবক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার খালকোলা গান্না গ্রামে।  লিটন কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের চান্দু বিশ্বাসের ছেলে। আগুনে তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে।

লিটন এর শ্বশুর সাফদার হোসেন জানান, প্রায় ৮ বছর আগে তার মেয়ে আল্পনার সাথে লিটনের বিয়ে হয়।

তাদের ঘরে  জুুঁই নামের একটি ৫ বছরের শিশু কন্যা রয়েছে। বিয়ের পর থেকে লিটন কোন কাজকর্ম করতো না। এছাড়া নেশা করে প্রায়ই তার মেয়েকে মারপিট করতো।  এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই গোলযোগ চলে আসছিল। সম্প্রতি স্ত্রী আল্পনা স্বামী লিটনকে তালাক দেয়।

সোমবার লিটন শ্বশুর বাড়ীর গ্রাম খালকোলা গান্নায় যায়। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি দোকান থেকে কেরসিন কিনে লিটন নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আগুনে দগ্ধ লিটনের খালাতো ভাই শাহিনুর রহমান জানান, স্ত্রীকে আনতে সে শ্বশুর বাড়িতে গিয়েছিলে। সেখানে শ্বশুর ও তার স্ত্রী লিটনকে মারপিট ও অপমান করে এবং তালাক দিয়েছে বলে তাকে জানিয়ে দেয়। এতে অভিমান করে সে নিজের গায়ে কেরসিন ঢেলে আতœহত্যার চেষ্টা করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় হাবিবুর রহমান ডাক্তার সাদিয়া মল্লিকের উদ্বৃতি দিয়ে জানান, ওই রোগীর শরীরের ৪০ ভাগ আগুনে পুড়ে গেছে। তাকে যশোরে রেফার্ড করার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন।

http://www.anandalokfoundation.com/