13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি কারাগারে আটকে পড়া ৩১২ জন দেশে ফিরলেন

Rai Kishori
April 15, 2020 11:58 pm
Link Copied!

সৌদি কারাগারে থাকা ও আটকে পড়া ওমাহ যাত্রীসহ ৩১২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

এর আগে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরবের কারাগারে থাকা ও আটকে পড়া ওমাহ যাত্রীদের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

তিনি জানান, গত ৯ এপ্রিল আটকে পড়া ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় সেটা সম্ভব হয়নি।

জানা গেছে, রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হয়েছে। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এসব যাত্রীরা দেশে পাঠানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/