13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা মোকাবিলায় সুস্থ স্বাস্থ্যব্যবস্থা দরকার,জনগণের দাবি ওঠানো ছাড়া সম্ভব নয় -ডা. জাফরুল্লাহ

Brinda Chowdhury
June 25, 2020 6:21 pm
Link Copied!

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সঠিক কোনও চিন্তাভাবনা নেই। সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। এটা জনগণ দাবি ওঠানো ছাড়া সম্ভব না। এর পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) করোনা থেকে রোগ মুক্তি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন,  করোনাভাইরাসের মূল প্রবাহ এখনও আসেনি। আগামী মাস বা পরের মাসে তা শুরু হবে। যখন গ্রামগঞ্জে তা ছড়িয়ে পড়বে।  সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনার মূল প্রবাহ শুরু হবে পরের মাসেই।

তিনি বলেন, জাতীয় ঔষধ নীতির নিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে।

আলোচনা অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফি বলেন, ওনার করোনা বিজয়ী হওয়ার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তা হলো মনোবল। আমরা ঢাকা মেডিকেলে তার জন্য কেবিন রেডি করেছিলাম। কিন্তু জানান যে যেখানে থেকে আমার গ্রামের একজন মানুষ চিকিৎসা নিতে পারবে না আমিও নিব না। গ্রামের কোনও মানুষের এখানে থেকে মৃত্যু হলে আমারও হবে।

http://www.anandalokfoundation.com/