13yercelebration
ঢাকা

সিলেটে নারী খুন, আটক ১

Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে যুবকের দা’র কোপে আয়শা সিদ্দিকা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (২২) নামের সেই যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় হত্যাকা-ে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

৩ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মেয়েকে নিয়ে স্থানীয় মাদরাসায় যাচ্ছিলেন আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা সিদ্দিকুর রহমান (২২) তাকে বসতঘরের পেছনে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। দায়ের কুপে জরিনার ডান কানসহ চোয়াল কেটে যায়। স্বজনরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনার মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত জরিনার নামে মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কী নিয়ে বিরোধ হয়েছে, সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশ হত্যাকারী সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/