13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়

Rai Kishori
August 10, 2020 11:01 am
Link Copied!

১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।

রিখটার স্কেলে এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে।

শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

http://www.anandalokfoundation.com/