13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শুভ প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত

admin
October 24, 2018 9:16 pm
Link Copied!

বৌদ্ধদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মাঝে বৌদ্ধদের প্রধান ধর্মীয় কেন্দ্র ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উদ্যাপিত হয়। দিবসের অনুষ্ঠানের শুরু হয় সকালের প্রভাতফেরীর মাধ্যমে পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়।

আজ বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত হয় বুদ্ধপূজা ও শীলগ্রহণ। অতঃপর সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় ভিক্ষুসংঘ ও অন্যান্যরা ধর্মালোচনা করেন।

অদ্য সারাদিবসের কর্মসূচির মাধ্যমে বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় প্রবারণার পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন।

সভায় স্বাগত ভাষণ দেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব মি. পি. আর বড়–য়া। আলোচনায় অংশগ্রহণ করেন সংঘের সিনিয়র সহ-সভাপতি শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথের এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাবেক মহাসচিব, সংঘর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. প্রণব কুমার বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

সন্ধ্যা ৬.৩০ মিনিটে আকাশে ফানুস উত্তোলন করা হয়। মাননীয় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর এই উৎসবের শুভ উদ্বোধন করেন।

এই প্রবারণা পূর্ণিমা উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নর-নারী যোগদান করেন।

http://www.anandalokfoundation.com/