13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি পাসপোর্টধারী ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরাতে আলোচনায় সৌদি

Ovi Pandey
February 13, 2020 5:06 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ বাংলাদেশি পাসপোর্টধারী ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে তুলেছে সৌদি আরব।

আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে শেষ হয় দুদিনের যৌথ কমিশনের এ বৈঠক। আর বৈঠক শেষে এ তথ্য জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।তবে বাংলাদেশ এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে।

সৌদি আরব ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি আজকের আলোচনায় তুলেছিল কি না জানতে চাইলে সৌদি প্রতিনিধি দলের নেতা ও সে দেশের শ্রম ও সমাজ উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মাহির আবদুর রহমান গাসিন বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। আমরা মনে করি, বাংলাদেশ থেকে যাঁরা সেখানে গিয়ে কাজ করছেন, তাঁরা অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা নিরাপত্তার প্রেক্ষাপটে অপরাধ প্রবণতার বিষয়টি নিয়ে আলোচনা করেছি।মনোয়ার আহমেদ বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়টি সৌদি আরব তুলেছিল। আমরা বিষয়টি শুনেছি এবং এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

http://www.anandalokfoundation.com/