13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর জনবহুল রাস্তায় বোমা হামলায় আহত ২ পুলিশ

Rai Kishori
September 1, 2019 6:59 am
Link Copied!

এবার রাজধানী ঢাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করেই বোমা হামলা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। ককটেল বোমা বিস্ফোরণে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই-এবি) শাহাবুদ্দিন (৪০) এবং ট্রাফিক কনস্টেবল আমিনুল নামে দুই পুলিশকর্মী জখম হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। তবে কে কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনও জঙ্গি সংগঠন এই কাজের সাথে জড়িত।

এর আগে পরপর দুটি পুলিশ চৌকিতে বোমা হামলার দায় নিয়েছে স্টেট জঙ্গি সংগঠন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল শনিবার রাতে।
ঢাকার অতি গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের জিপেই বোমা ছোঁড়া হল। বিস্ফোরণের শব্দে কেঁপে যায় এলাকা। ঘটনাস্থলেই দুই পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। তাদের এক জনের পা অন্যজনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে। রাত সাড়ে নটা নাগাদ হামলা চালানো হয়। এর আগেও ঢাকার কয়েকটি স্থানে ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। সেই সব ঘটনায় জঙ্গি যোগের প্রমাণ মিলেছে।

এর আগে ঢাকার মালিবাগ ও গুলিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলার দায় নেয় ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। তারাই শনিবার হামলা চালিয়েছে কিনা তারই সূত্র খোঁজা হচ্ছে।পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। তবে তদন্তের স্বার্থে কেউ কিছু জানাতে চাননি। সায়েন্স ল্যাব মোড় ঢাকার জনবহুল এলাকা। সেখানে রাত নটার পর হামলার জেরে এলাকাবাসী ভীত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, কনস্টেবল আমিনুল হাতের আঙুলে ও এসআই শাহবুদ্দীন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

http://www.anandalokfoundation.com/