13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাত

অনলাইন ডেস্ক
January 31, 2022 10:58 am
Link Copied!

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের গতিতে বইছে হাওয়া। প্রাকৃতিক এ বিপর্যয়টিকে ‘বম্ব সাইক্লোন’ নামে অভিহিত করছেন আবহাওয়াবিদরা।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েক দিন ধরে একাধিক তুষারঝড়ের পূর্বাভাস ছিলই। পরে ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ (এনডব্লিউএস) নিশ্চিত করে, স্থানীয় সময় শনিবার সকালে ঝোড়ো হওয়া শক্তিবৃদ্ধি করে ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হয়েছে।

শনিবার এর সাক্ষী হয়ে রইলেন আমেরিকার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর অন্তত সাত কোটি বাসিন্দা।

আবহাওয়াবিদদের মতে, বেশ কয়েক বছর পর এ রকম বরফঝড় দেখল নিউইয়র্ক, বোস্টন ও পার্শ্ববর্তী শহরগুলো।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও পরিবহণব্যবস্থা।

http://www.anandalokfoundation.com/