14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ধর্ষণ চেষ্টার বিচার না পেয়ে গৃহবধুর আত্মহত্যা, ইউপি সদস্যসহ আটক ২

Link Copied!

যশোরের মণিরামপুরে ধর্ষণ চেষ্টার বিচার না পেয়ে পুর্ণিমা দাস (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ
ঘটনায় এক ইউিপি সদস্যসহ দুইজনেক আটক করেছে।

পুর্ণিমা দাস উপজেলার মনোহরপুর গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। তিনি গতকাল সোমবার (০৭ মার্চ) রাতে বিষপানে আত্মহত্যা করেন।
আটককৃতরা হলেন, মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম ও মনোহরপুর গ্রামের আবুল হোসেন দপ্তরী।

স্থানীয়রা জানান, পুর্ণিমা দাস চার সন্তানের জননী। গত ৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একই
গ্রামের কপিল ফকিরের ছেলে মিজানুর রহমান ধর্ষণের চেষ্টা চালায়। এসময় পূর্নিমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মিজানুর
পালিয়ে যায়। ঘটনার পর ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা গাজী ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিষয়টি গোপন রাখতে ও মামলা না করতে চাপ প্রয়োগ করেন। তারা একটা মীমাংশা করবে বলেও জানায়। এরপর ৬ মার্চ রাতে গোপনে মীমাংসার আয়োজন করা হয়।

ইউপি সদস্য মোস্তফা গাজী, সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের আবুল হোসেন দপ্তরীসহ কয়েকজন বিচারে বসেন। কিন্তু সেখানে
অভিযুক্ত মিজানুর রহমান উপস্থিত ছিলেন না। তাছাড়া বিচারকরা ঘটনাকে ভিন্নখাতে নেবার চেষ্টা করেন। যে কারণে পরের দিন রাতে
বিষপানে আত্মহত্যা করেন পুুর্ণিমা দাস।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দিকী জানান, আজ (মঙ্গলবার) সকালে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনার তদন্ত করতে এসআই আতিকুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্তের একপর্যায়ে ধর্ষণ চেষ্টা ও শালিসের বিষয়টি সামনে আসে। এরপর অভিযান চালিয়ে দুপুরের পর ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও আবুল হোসেন দপ্তরীকে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতরা ছাড়াও মূল অভিযুক্ত মিজানুর রহমান ও ইউপি সদস্য মোস্তফা গাজীর নামে মামলা দিয়েছেন পূর্ণিমা দাসের স্বামী।
পলাতক আসামি মিজানুর রহমান ও মোস্তফা গাজীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

http://www.anandalokfoundation.com/