13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
November 12, 2015 11:29 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: রাত ১২-০১ মিনিটে কেক কাটা, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আছাদুল হক আছাদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক অধ্যাপক নবী নেওয়াজ, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর ইসলাম মিজু, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, মহাম্মদপুর থানা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মারুফুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম.এস ইমন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হালিম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আমহেদ চন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, যুবলী নেতা মোহন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদাদক জুয়েল রানা, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডারী প্রমুখ।

এর আগে সকাল ৭টায় মাহফুজুর রহমান মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও সকাল ৮টায় শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং রাত ১২-০১ মিনিটে মুজিবনগর পর্যটন মোটেলে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন যুবলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

http://www.anandalokfoundation.com/