13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের আসামে বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে ৮৪

admin
February 23, 2019 7:14 pm
Link Copied!

ভারতের আসামে বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ৪২ জন বলা হয়েছিলো। নিহতদের মধ্যে ২১ জন নারীও রয়েছেন। এছাড়া হাসপাতালে অসুস্থ অবস্থায় আরো ৩ জন ভর্তি আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও জোড়াহাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এ ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

গোলাঘাটের স্বাস্থ্য যুগ্ম কর্মকর্তা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভর্তি করেও কিছু করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। উভয় ঘটনায় হতাহতদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। বেতন পাওয়ার পর বৃহস্পতিবার তারা স্থানীয়ভাবে বানানো মদ পান করেন।

http://www.anandalokfoundation.com/