13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ১৭৪ জন করোনা আক্রান্ত, সুস্থ ৮৮

Rai Kishori
June 21, 2020 10:12 pm
Link Copied!

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন কর্মকর্তাসহ এ পর্যন্ত ১৭৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন।

আজ রোববার (২১ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সাভারসহ বেশ কয়েকটি জেলায় আমাদের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। সকালের হিসাব অনুযায়ী এ পর্যন্ত  আক্রান্তের সংখ্যা ১৭৪ জন। তবে আক্রান্তদের মধ্যে ঢাকায় সদস্যদের সংখ্যা অনেক বেশি।

তিনি জানান, রূপগঞ্জে একটি স্কুলে করোনায় আক্রান্ত ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আইসোলেশন সেন্টার করা হয়েছে। এর পাশাপাশি আমরা পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস সদস্যদের কোয়ার্টার, আইসোলেশন সেন্টার করেছি। সেখানেও আক্রান্তদের রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিনই আমাদের ফায়ার সার্ভিস সদস্যরা কোনো না কোনো কাজে দুর্বার গতিতে ছুটে চলছেন এবং স্বাস্থ্যবিধি মেনে তারা কার্যক্রমে অংশ নিয়েছেন।

http://www.anandalokfoundation.com/