13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচটি মুসলিম দেশ থেকে আমেরিকা ভ্রমনের ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল

admin
June 27, 2018 7:01 am
Link Copied!

নিউজ ডেস্কঃ  পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আমেরিকায় প্রবেশ করা সংক্রান্ত নিষেধাজ্ঞা বজায় রাখল মার্কিন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের এই রায় ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সেরা কূটনৈতিক জয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর সেপ্টেম্বরে এই নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প সরকার। তবে তার বিরুদ্ধে আদালতে যায় হাওয়াই-সহ বেশ কয়েকটি রাজ্য। এই নির্দেশিকাকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে তা আটকে দেয় নিম্ন আদালত। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন অভিবাসী আইন লঙ্ঘন কিংবা সরকারের দিক থেকে কোনও একটি ধর্মের মানুষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা, সরকারের বিরোধী পক্ষ এই দুই অভিযোগের কোনওটাই প্রমাণ করতে পারেনি।

প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, ‘‘দেশের নিরাপত্তা বজায় রাখতে এই নির্দেশিকা যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করছে আদালত।’’ ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের আমেরিকায় ঢোকার উপরে এই নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প সরকার।

http://www.anandalokfoundation.com/