13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনার ভয় আর আতঙ্ক নিয়েই ১ জুন খুলছে উপাসনালয় এবং ৮ জুন থেকে পশ্চিমবঙ্গের সব অফিস

Rai Kishori
May 29, 2020 8:01 pm
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে লম্বা লকডাউন কাটিয়ে করোনার ভয় আর আতঙ্ক নিয়েই ১ লা জুন থেকে শর্ত সাপেক্ষে খুলতে চলেছে রাজ্যের সমস্ত ধর্মস্থান। আর সমস্ত স্বাস্থবিধি মেনে ৮ জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ লোকবল নিয়ে কাজ শুরু হবে। বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী এমন নির্দেশন জানালেন।

এদিন মমতা বলেন, ৮ জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে অবশ্যই মানতে হবে সমস্ত নিয়ম। প্রত্যেকদিন স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব মেনে চলা। সমস্ত কিছুই মেনে চলতে হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

অন্যদকে, পয়লা জুন থেকে বাংলায় খুলছে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার৷ ৮ জুন থেকে সরকারি বেসরকারি অফিস পুরোপুরি খুলে যাবে। ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেমন কোনও ধর্মস্থানে একসঙ্গে ১০ জনের বেশি ঢোকতে পারবেন না। প্রত্যেককেই মাস্ক পরতে হবে। মন্দির মসজিদে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। তবে ধর্মস্থানে কোনও জমায়েতও করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

http://www.anandalokfoundation.com/