13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের আয়োজনে সার্কিট হাউস চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। প্রথমে রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় পঞ্চগড়-১ সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এড. মো. নুরুল ইসলাম সুজন। এছাড়াও জেলা পরিষদ চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
http://www.anandalokfoundation.com/