13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের ১০টি মেগা প্রকল্পে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ৯ লাখ টাকা অনুমোদন

Palash Dutta
May 19, 2021 12:08 am
Link Copied!

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায়
দেশের ১০টি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ৯ লাখ টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও স্বায়ত্বশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকাও অনুমোদন পেয়েছে।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে নতুন এডিপিতে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টে (মেট্রোরেল) ৪ হাজার ৮শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষ ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, করোনা সংকটেও বড় এডিপি নেওয়া হচ্ছে এটা অন্যতম চ্যালেঞ্জ।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত এডিপির আকার দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকা। নতুন এডিপিতে ১০টি প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ বেশি দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্পেও গুরুত্ব দেওয়া হয়েছে।

একক প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে। নতুন এডিপিতে ১৮ হাজার ৪২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মাতারবাড়ি ১২শ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৫৪ কোটি টাকা। পদ্মাসেতু রেল লিংক প্রকল্পে ৩ হাজার ৮২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এক্সপানশন অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে ৩ হাজার ৫১ কোটি টাকা বরাদ্দ থাকছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ থাকছে ২ হাজার ৮২৭ কোটি টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে ৩ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে ৩ হাজার ২২৭ কোটি টাকা বরাদ্দ থাকছে।

http://www.anandalokfoundation.com/