13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিলে সাফল্য আসবেই -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Rai Kishori
July 14, 2019 9:06 pm
Link Copied!

 ‘আগামী দিনগুলোতে জনগণকে নিরবচ্ছিন্নভাবে সেবা দিলে সাফল্য আসবেই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিক জ্বালানি অনুসন্ধান এবং জ্বালানির বহুমুখী ব্যবহার বৃদ্ধি করা আবশ্যক।’ বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ প্রথম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের নিকট থেকে গ্রহণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সকল কাজে টিমওয়ার্ক থাকলে ভুল কম হয়। আগামীতে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলকে আরো আন্তরিক হওয়ার অনুরোধ করেন তিনি। কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত দক্ষতার বহুল ব্যবহার করার আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

এ সময় অন্যান্যের মাঝে পিডিবি’র চেয়ারম্যন খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/