13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মন্দির ভিত্তিক গীতা স্কুলের শুভ উদ্ভোধন

admin
September 14, 2019 3:40 pm
Link Copied!

জয়ন্ত রায়ঃ সনাতন ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে মন্দির ভিত্তিক গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্ভোদন করেছেন সনাতনী সচেতন পরিষদ।

১৩ সেপ্টেম্বর শুক্রবার গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন আমদাইর সার্বজনীন দুর্গা মন্দিরে গীতা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়।

সনাতনী সচেতন পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমদাইর মন্দির কমিটির আন্তরিকতায় সনাতন ধর্মালম্বী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সফল ভাবে সুসম্পন্ন হয়েছে এই উদ্ভোধনী আয়োজন।

আয়োজকবৃন্দ বক্তব্যে বলেন, প্রত্যেক পিতা-মাতা নিজেদের সন্তানদের প্রতি যত্নশীল হোন। সন্তানকে ধর্মীয় জ্ঞান দিন। গীতা স্কুলে পাঠান, ধর্ম স্কুলে পাঠান। শিক্ষাদানের দায়িত্ব সনাতনী সচেতন পরিষদের।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ও গীতাপাঠক ছিলেন সনাতনী সচেতন পরিষদের কোষাধ্যক্ষ অপু চক্রবর্তী।

http://www.anandalokfoundation.com/