13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারের ঝুঁকি কমায় আলু

admin
December 6, 2015 2:16 pm
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: চীনের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে যে, বেশি করে আলু, পেঁয়াজ বা ফুলকপির মতো সাদা সবজি খেলে পাকস্থলি ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারে।

আর বিয়ার, স্প্রিরিট জাতীয় খাবার বা জাঙ্ক ফুড, লবণ এবং প্রক্রিয়াজাত খাদ্য পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলেও জানান গবেষকরা।

চীনের ঝেঝিয়ান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যেসব মানুষ প্রচুর পরিমাণ সাদা সবজি খায় তাদের ক্ষেত্রে যারা সাদা সবজি প্রায় খায়ই না তাদের তুলনায় পাকস্থলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি এক-তৃতীয়াংশ কম।

ফল এবং সবুজ সবজিতেও একই ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। গবেষকরা বলেন, খুব সম্ভবত ভিটামিন সি এক্ষেত্রে প্রধান পরিপোষকের কাজ করে।

পাকস্থলির কোষীয় ক্ষয় রোধে ভিটামিন সি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া, গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য দায়ী জীবাণুর বিরুদ্ধেও ভিটামিন সি লড়াই করে।

গবেষকরা খাদ্যাভাস ও পাকস্থলি ক্যান্সারের ওপর পরিচালিত সবচেয়ে ভাল ৭৬টি গবেষণাপত্র বিশ্লেষণ করেন।

তারা দেখেন, একজন ব্যক্তি প্রতিদিন ১০০ গ্রাম ফল (অর্ধেক আপেলের সমপরিমান) খেলে তার পাকস্থলির ক্যান্সার হওয়ার ঝুঁকি পাঁচ শতাংশ কমে যায়।

আর প্রতিদিন ৫০ গ্রাম ভিটামিন সি (দুইটি আলুতে যে পরিমাণ থাকে) খেলে এই ঝুঁকি আট শতাংশ কমে।

বিপরীতে মাত্র পাঁচ গ্রাম লবণ (এক চা চামচ) খেলে পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি ১২ শতাংশ বেড়ে যায়।

সাধারণভাবে অ্যালকহল শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। তবে পাকস্থলি ক্যান্সারের ক্ষেত্রে ওয়াইন কোনো প্রভাব ফেলে না বলে জানান গবেষকরা।

http://www.anandalokfoundation.com/