13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

admin
January 22, 2019 5:12 pm
Link Copied!

আজ মঙ্গলবার বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তাদের পক্ষ থেকে গণমাধ্যমে পৃথক পৃথক শোক বার্তা পাঠানো হয়েছে। সঙ্গীতাঙ্গনে বুলবুলের অসামান্য অবদানের কথা স্বীকার করেছেন তারা। পাশাপাশি তার শূন্যতা সঙ্গীত জগতে একটি অপূরণীয় ক্ষতি বলে বার্তায় উল্লেখ করা হয়।

আহমেদ ইমতিয়াজ বুলবুল আজ মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রথমে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সঙ্গীত জগতের এ কিংবদন্তি ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আগামীকাল (বুধবার) কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। আজ তার মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্ম ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায়। মাত্র ১৪ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি নিয়ে বহু জনপ্রিয় গান লিখেছেন এবং সুর করেছেন তিনি। ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্যে দিয়ে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। বুলবুল তিন শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে একুশে পদক, দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এগার বার বাচসাস পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পান।

http://www.anandalokfoundation.com/