13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে ৩ খেলোয়াড় বাংলাদেশের

নিউজ ডেক্স
January 20, 2022 2:22 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি তারপর ও স্বীকৃতি মিলল বাংলাদেশের খেলোয়ারদের। বাংলাদেশের তিন খেলোয়ারের মিলল স্বীকৃতি। তারা হলেন— মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এর ফলে বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। বিস্ময়করভাবে এবার ভারত ও নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারও জায়গা পাননি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। দলে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুই প্রতিনিধি অলরাউন্ডার মিচেল মার্শ ও পেসার জশ হ্যাজলউড থাকলেও একাদশে ঠাঁই হয়নি তাদের।

পাকিস্তান ও শ্রীলংকা দলের দুজন করে জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া পাকিস্তানের কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান নেই এ তালিকায়। তবে দুর্দান্ত ফর্মে থেকে এই একাদশের নেতৃত্ব পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রিজওয়ানের বদলে পাকিস্তান থেকে ঠাঁই পেয়েছেন ফখর জামান।

ওপেনিংয়ে রাখা হয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ও ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জানেমান মালানকে। বাংলাদেশের দুই তারকা ব্যাটার সাকিব ও মুশফিককে রাখা হয়েছে মিডল অর্ডারে। পল স্টার্লিংয়ের দেশের আরেক তারকা সিমি সিং চমক দেখিয়ে ঢুকে পড়েছেন একাদশে।

শ্রীলংকার থেমে জায়গা পেয়েছেন দুজন— ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দশমন্ত চামিরা। স্টার্লিং (আয়ারল্যান্ড), সিমি সিং (আয়ারল্যান্ড), রসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।

http://www.anandalokfoundation.com/