13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অর্থ সংকট ও পৃষ্ঠপোশকতার অভাবে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় বন্ধের উপক্রম

admin
August 3, 2016 10:44 pm
Link Copied!

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া থেকে: দৃষ্টি নেই, সাদা ছড়ি আথবা  অন্যের  সহয়তায় পথ চলতে হয় নিজেরই। তবু দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ভাগ্যের পরিবর্তনে পরিকল্পনা শূরু করেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যান্ত জনপদ বাকাই গ্রামের রাধা কান্ত বিশ্বাসের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রজিৎ বিশ্বস। পরিবারে অন্যান্য ভাই-বোনদের শাররিক অবস্থা সাভাবিক থাকলেও ইদ্রজিৎ ছোট বয়সে দু’টি চোখের দৃষ্টি হারায়।

এক পর্যায়ে ইদ্রজিৎ পরিকল্পনা শুরু করে অন্ধ প্রতিব্ন্ধদের পড়া-লেখা শিখিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের লক্ষনিয়ে নিজ গ্রামে ছোট্ট পরিশরে একটি টিনসেট ঘরে “সেবা কল্যান দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়” চালু করেন। শুরুতে মাত্র ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু। ২০১০ সালে বিদ্যালয়টি বরিশাল সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন (রেজিঃ নং ১৬৪৫) প্রাপ্ত হলেও অদ্যাবধি সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠান বা বিত্তবান উদার মনোভাবাপন্ন ব্যক্তি প্রতিষ্ঠানটির সহায়তায় এগিয়ে না আসায়  চলছে ধুকে ধুকে। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান চলে আসছে। শিক্ষক রয়েছে ইদ্রজিৎসহ দু’জন। বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১০ জনে দ্বাড়িয়েছে। তাদের থাকা খাওয়া ও অন্যান্য উপকরন ইদ্রজিতের পরিবারের উপর নির্ভর করে চলছে। ইদ্রজিৎ জানান তার সহোদর প্রবাসী ভাই ও বাবার দেওয়া সহায়তায় চলছে বিদ্যালয়ের কার্য্যক্রম। প্রতিবন্ধী বান্ধব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা এবং সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসার উদ্যাত্ব আহবান জানিয়েছেন ইদ্রজিৎ ।

http://www.anandalokfoundation.com/