13yercelebration
ঢাকা

২৫টি ব্যাংকের ভাগ্যে বিপর্যয় নেমে আসবে

admin
October 7, 2016 8:34 am
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ ব্যাংকগুলোর তিনজন শীর্ষ গ্রাহক সমস্যায় পড়লে ২৫টি ব্যাংকের ভাগ্যে বিপর্যয় নেমে আসবে। কেননা শীর্ষ তিন গ্রাহকই ২৫টি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে। গত বছরের ডিসেম্বরে শীর্ষ তিন গ্রাহকের কারণে ঝুঁকিতে থাকা ব্যাংকের সংখ্যা ছিল ২১টি। ওই সময়ে ঋণ বিকেন্দ্রীকরণের পরিবর্তে ঋণ আরো বেশি হারে কেন্দ্রীভূত হয়েছে।

ব্যাংকিং খাতে শীর্ষ একজন ঋণগ্রহীতার কাছে প্রত্যক্ষ, পরোক্ষ ও বেনামি মিলিয়ে মোট ঋণের পরিমাণ ৩৩ হাজার কোটি টাকা। কোনো কারণে ওই গ্রুপ সমস্যায় পড়লে ওই গ্রুপকে ঋণদাতা ৩৫টি ব্যাংক ঝুঁকিতে পড়তে পারে। একইভাবে অপর একটি গ্রুপের কাছে সব মিলিয়ে ঋণের পরিমাণ সাড়ে ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উদঘাটিত হওয়া বেনামি ঋণও। একটি অক্ষাত গ্রুপের কাছে ঋণের পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। অথচ ওই গ্রুপের এত ব্যবসায় ও সম্পদ কোনোটিই নেই। দেশের বড় একটি শিল্প গ্রুপের কাছে ঋণের পরিমাণ ৫ হাজার কোটি টাকার বেশি।

ব্যাংকের ঋণ এভাবেই কিছু ব্যবসায়ী গ্রুপের হাতে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র। ওই সূত্র জানিয়েছে, এসব ব্যবসায়ী গ্রুপের সমস্যা হলে পুরো ব্যাংকিং খাত বড় ধরনের সমস্যায় পড়বে। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। বেড়ে যাচ্ছে খেলাপি ঋণ। সেই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পড়েছে মূলধন ঘাটতির মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে না পারলে সামনে ব্যাংকিং খাতের জন্য কঠিন মাসুল দিতে হবে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর ঝুঁকি মোকাবেলার সক্ষমতার ওপর বাংলাদেশ ব্যাংকের গত জুনভিত্তিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলোর তিনজন শীর্ষ গ্রাহক সমস্যায় পড়লে ২৫টি ব্যাংকের ভাগ্যে বিপর্যয় নেমে আসবে। কেননা শীর্ষ তিন গ্রাহকই ২৫টি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে। গত বছরের ডিসেম্বরে শীর্ষ তিন গ্রাহকের কারণে ঝুঁকিতে থাকা ব্যাংকের সংখ্যা ছিল ২১টি। ওই সময়ে ঋণ বিকেন্দ্রীকরণের পরিবর্তে ঋণ আরো বেশি হারে কেন্দ্রীভূত হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শীর্ষ ১০ ঋণগ্রহীতার কারণে ঝুঁকিতে আছে ৩৫টি ব্যাংক। ওই ১০ গ্রাহকই ৩৫টি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ৫ লাখ ৮৫ হাজার কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ৫০ ঋণগ্রহীতার কাছেই রয়েছে অর্ধেক। অর্থাৎ ২ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে রয়েছে প্রায় ৯০ হাজার কোটি টাকা।

ব্যাংকিং খাতে বর্তমানে ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতা রয়েছে ৬৩১ জন। এদের কাছে নগদ ঋণের পরিমাণ প্রায় ৬৩ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ১২ শতাংশ। এ ছাড়া তাদের কাছে পরো ঋণ যেমন এলটিআর (লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট), টিআর (ট্রাস্ট রিসিপ্ট), এলসি (ঋণপত্র), বিভিন্ন ধরনের বিল, বন্ধকী চেকসহ অন্যান্য ব্যাংকিং উপকরণের বিপরীতে ঋণ, ব্যাংক গ্যারান্টি আকারেসহ নানাভাবে নেয়া ঋণ প্রত্যক্ষ ঋণের চেয়ে পরোক্ষ ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ বেশি। যেগুলো দেয়া হয়েছে মূলত আমদানি বাণিজ্যের বা অন্য কোনো গ্যারান্টির বিপরীতে।

ঋণ খেলাপি ও ঋণ শোধের নামে প্রতারণার দায়ে চট্টগ্রামের বহুল আলোচিত একটি গ্রুপের কাছে ঋণের পরিমাণ ২ হাজার ৭০০ কোটি টাকা, যার বেশির ভাগই এখন খেলাপি। ঋণ শোধের মতো তেমন সক্ষমতাও নেই তাদের।

ব্যাংকাররা জানিয়েছেন, বেশির ভাগ ঋণই বিভিন্ন প্রভাবশালী মহলের কাছে চলে যাওয়ায় ঋণ আদায়ও অনেক ক্ষেত্রে কাগুজে নির্ভর হয়ে পড়েছে। নানা কারণে ব্যবসায়িক মন্দার কথা বলায় ব্যাংকের ঋণ আদায়ে ব্যাহত হচ্ছে। কয়েক দফা ঋণ নবায়নের পরেও ঋণ পরিশোধ করতে পারছে না কয়েকটি বড় শিল্প গ্রুপ। ব্যাংকিং খাতের জন্য এ বিষয়টিই এখন উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে অবলোপনসহ এক লাখ কোটি টাকার ওপরে চলে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়েছে। এ সময়ে ঋণ আদায় করে ব্যাংকগুলোর ঋণশৃঙ্খলার মধ্যে ফিরে আনাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

http://www.anandalokfoundation.com/