ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দ প্রামাণিকের হিন্দু মহাজোটের সম্মেলনে কোর্টের অডিটোরিয়াম বুকিং বাতিল

admin
March 5, 2020 5:41 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ডাকা ৬ মার্চ ২০২০ইং শুক্রবার হিন্দু মহাজোটের সম্মেলনের জন্য জজ কোর্টের অডিটোরিয়াম বুকিং বাতিল এবং বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে সরকারের নীতিনির্ধারক ও প্রশাসন।

ঢাকা আইনজীবি সমিতির সভাপতি গাজী মোঃ শাহ্‌ আলম বলেন, জাতীয় হিন্দু মহাজোট দুই ভাগে বিভক্ত থাকায় এ সম্মেলন নিয়ে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ডাকা সম্মেলনের জন্য অডিটোরিয়াম বুকিং বাতিলের দাবীতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ০৬ মার্চ ২০২০ ইংরেজি শুক্রবার ঢাকার জজকোর্ট অডিটোরিয়ামে হিন্দু মহাজোটের তৃতীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বিরোধি পক্ষ এই সম্মেলনকে সম্পুর্ণ অন্যায়, গঠনতন্ত্র বিরোধী, বেআইনী ও আইন বিহির্ভুত বলে আখ্যা দিয়ে এই সম্মেলনের জন্য অডিটোরিয়াম বুকিং বাতিলের আবেদন করেন। যার প্রেক্ষাপটে এই সম্মেলনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থির আশংকার কথা ভেবে বুকিং বাতিল করেছ ঢাকা আইনজীবি সমিতি কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৬ জানুয়ারি’ ২০২০ তারিখে ক্ষমতা কুক্ষিগত করা ও একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, স্বাধীনতাবিরোধী ও উগ্র মৌলবাদী শক্তি জামায়েত এর সঙ্গে সম্পর্ক, আর্থিক অনিয়ম, কেন্দ্রীয় কমিটিতে অর্থের বিনিময়ে পদায়ন, স্বেচ্ছাচারিতা, একাধিক সংগঠন তৈরি, সংগঠনের কর্মসূচি বিক্রি, সংগঠনের নামে চাঁদা আদায় ইত্যাদি অভিযোগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের দুর্ণীতি তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সংগঠনের নেতারা গত ৬ ফেব্রুয়ারী ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি জাতীর সামনে তুলে ধরেন। বিগত ১৪ বছর ধরে আকড়ে ধরা মহাসচিবের পদ থেকে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিককে অব্যাহতি দেওয়া হয়।

http://www.anandalokfoundation.com/