13yercelebration
ঢাকা

সিলেটে রাজন হত্যা, ফের সাক্ষ্য দিচ্ছেন ১১ জন

admin
October 21, 2015 1:35 pm
Link Copied!

সিলেট প্রতিনিধিঃ সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ফের সাক্ষ্য দিচ্ছেন দুই ম্যাজিস্ট্রেটসহ ১১ জন।

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে তারা পুনরায় সাক্ষ্য দিচ্ছেন। তারা হলেন- সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম, দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক, রাজন হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা মহানগরীর জালালাবাদ থানার বরখাস্ত হওয়া (ওসি-তদন্ত) আলমগীর হোসেন, মামলারবাদী একই থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম,
রাজনের বাবা আজিজুল রহমান আলম, মালুবনা বেগম, চাচা আল আমিন, স্থানীয় বাসিন্দা ইশতিয়াক আহমদ, বেলাল আহমদ, কোরবান আলী ও আফতাব আহমদ। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দিনব্যাপী আদালতে টানা সাক্ষ্য গ্রহণ চলবে।

এদিকে মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ অন্যদের কারাগার থেকে সকালে আদালতে আনা হয়েছে।এর আগে রোববার (১৮ অক্টোবর) ফের ৩৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের পুনরায় সাক্ষ্য নেওয়ার জন্য আদালতে একটি আবেদন করেন মামলার প্রধান আসামি কামরুলের আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার ফারুক। ওইদিনই আবেদনটি খারিজ করা হয়।

পরে মঙ্গলবার পুনরায় ওই আবেদনের ওপর শুনানি হলে তা মঞ্জুর করে আদালতের বিচারক ১১ সাক্ষীর সাক্ষ্য শোনার অনুমতি দেন। শিশু রাজন হত্যা মামলায় ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত ১০ কার্যদিবসে মোট ৩৬ জন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষী দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার (২১ অক্টোবর) ৩৪২ ধারায় আসামিদের মতামত এবং ২৫ অক্টোবর যুক্তিতর্কের তারিখ নির্ধারণ ছিল।

৮ জুলাই ভোরে ‘চোর’ সন্দেহে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনের ২৮ মিনিটের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিলে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ। খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

http://www.anandalokfoundation.com/