14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সমাজের গতিশীলতা আনতে শিক্ষার পদ্ধতিগুলিতে উদ্ভাবনী জ্ঞানকে বেশি গুরুত্ব দেব -উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পিআইডি
December 12, 2024 6:15 pm
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপদ্রীপ চাকমা বলেছেন, পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে। আমাদের খাদ্য আসে ২২ শতাংশ গাছপালা থেকে। বাকি ৭৮ ভাগ গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কঠিন এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, নিজেদের গুণগত মান, দক্ষতা ও ক্ষমতায়ন বাড়ানোসহ উদ্ভাবনী শক্তিতে পারদর্শী হতে হবে। আমরা সমাজের গতিশীলতা আনতে আমাদের শিক্ষার পদ্ধতিগুলিতে উদ্ভাবনী জ্ঞানকে বেশি গুরুত্ব দেব বললেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

গতকাল রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে আন্তর্জাতিক পর্বত দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্ভাবনী শিক্ষার পদ্ধতিগুলি খুবই প্রয়োজন। তিনি বলেন, কোয়ালিটি এডুকেশন পার্বত্য অঞ্চলের মানুষকে পৃথিবীর আধুনিক মানুষের সাথে চিন্তা চেতনার সমন্বয় করাতে হবে। পার্বত্য অঞ্চলের প্রকৃতি ও পরিবেশকে আধুনিকী উপায়ে সাজাতে হবে। তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। পরিবেশ রক্ষায় বাঁশ খুবই কার্যকরী উপাদান। তিনি বলেন, বাঁশকে কৃষিজ সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়া যায় কি না তা দেখা উচিত। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, কাপ্তাই লেক এর পানি সংরক্ষণ ও ব্যবহারে আমাদের আরও যত্নশীল হতে হবে। নদী-নালা-ঝিরির পানি সঠিক পদ্ধতিতে ধরে রাখা ও ব্যবহারে আরও উদ্ভাবনী প্রক্রিয়া বের করা দরকার। তিনি বলেন, আমাদেরকে পরিবেশ রক্ষায় খুব বেশি সচেতন হতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক পর্বত দিবসের উপর বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

আন্তর্জাতিক পর্বত দিবসের ২০২৪ সালের প্রতিপাদ্য- “Mountain solutions for a sustainable future-innovation, adaptation and youth”- যার বাংলারূপ হলো- “টেকসই ভবিস্যতের জন্য পর্বতমালার সমাধান-উদ্ভাবন, অভিযোজন ও যুবসমাজ। উল্লেখ্য, প্রতিবছর ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপন করে আসছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঢাকার বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের ৫ম তলায় যাদুঘর ও সংগ্রহশালা’র শুভ উদ্বোধন করেন।

http://www.anandalokfoundation.com/