সমগ্র বাঙালি সম্প্রদায়ের কাছে বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন পয়লা বৈশাখ আজ। আজ সূর্য মীন ছেড় মেষ রাশিতে প্রবেশ করেছে শুরু হয়েছে বৈশাখ মাস। শুরু হল নতুন বাংলা বছর ১৪৩০ সাল। যদিও বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হয়, তবে বাঙালিরা সৌর ক্যালেন্ডার মেনে চলে বলে সূর্যের মেষ রাশিতে গোচরের সঙ্গে সঙ্গে নতুন বছর শুরু হয়। এরশাদের কর্মের ফলে এখন একদেশে দু’দিন বাংলা নববর্ষ পালিত হয়। ১৪ এপ্রিল হয় সাড়ম্বরে আর আজ ১৫ এপ্রিল অনাড়ম্বরে।
পয়লা বৈশাখ পালনে আজ মেতে উঠেছে সমগ্র বাঙালি জাতি। নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের শিকড়ের কাছে ফিরে বাঙালিরা এদিন আরও একটু বাঙালি হয়ে ওঠে। জ্যোতিষ গণনা অনুসারে আজ পয়লা বৈশাখের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা বর্ষপঞ্জি সূচনাঃ ৫৭ খ্রিস্টপূর্বাব্দে রাজা বিক্রমাদিত্যর নামানুসারে বিক্রমীয় বর্ষপঞ্জির নামকরণ করা হয়েছে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায়গুলোয়, ভারত ও নেপালের অন্যান্য অঞ্চলের মতো বাংলা বর্ষপঞ্জি “বিক্রমাদিত্য” নামে পরিচিত। বিভিন্ন রাজবংশ যাদের অঞ্চল বাংলায় বিস্তৃত ছিল, ১৩শ শতাব্দীর আগে তারা বিক্রমীয় বর্ষপঞ্জি ব্যবহার করত। উদাহরণস্বরূপ, পাল সাম্রাজ্যের যুগে সৃষ্ট বৌদ্ধ গ্রন্থ ও শিলালিপিতে “বিক্রম” ও আশ্বিনের মতো মাসগুলোর উল্লেখ রয়েছে, একটি পদ্ধতি প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় উপমহাদেশের অন্যত্র সংস্কৃত গ্রন্থে পাওয়া যায়। বাংলা বর্ষপঞ্জি ও পয়লা বৈশাখ
সনাতনী পণ্ডিতরা সূর্য, চাঁদ ও গ্রহের চক্র পর্যবেক্ষণ এবং গণনা করে সময় রাখার চেষ্টা করতেন। সূর্য সম্পর্কে এই গণনাগুলো সংস্কৃতের বিভিন্ন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থে দেখা যায়, যেমন: ৫ম শতাব্দীতে রচিত আর্যভট্টের আর্যভট্টিয়া, লতাদেবের ৬ষ্ঠ শতাব্দীর রোমাক ও বরাহমিহির দ্বারা পঞ্চ সিদ্ধান্তিক, ব্রহ্মগুপ্তের ৭ম শতাব্দীর খন্ডখ্যাদ্যাক এবং অষ্টম শতাব্দীর সিদ্ধাধিশ্যাক। এই গ্রন্থগুলো সূর্য ও বিভিন্ন গ্রহ উপস্থাপন করে এবং সংশ্লিষ্ট গ্রহের গতির বৈশিষ্ট্যগুলো অনুমান করে। সূর্যসিদ্ধান্ত-এর মতো অন্যান্য গ্রন্থগুলো তম শতাব্দী থেকে ১০ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।
প্রাচীন বাঙলার সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি তথা গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি গৌড়েশ্বর মহারাজাধিরাজ শশাঙ্কদেব রাজত্বকালীন সময় ৫৯৩ খ্রীস্টাব্দ থেকে সূর্যসিদ্ধান্ত ভিত্তিক বাংলা নববর্ষ বঙ্গাব্দ শুরু হয়।
পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডের মতো ভারতীয় রাজ্যে বাঙালিদের দ্বারা ব্যবহৃত বর্তমান বাংলা বর্ষপঞ্জিটি সংস্কৃত পাঠ সূর্য সিদ্ধান্ত-এর উপর ভিত্তি করে তৈরি। এটি প্রথম মাস বৈশাখ হিসেবে মাসগুলোর ঐতিহাসিক সংস্কৃত নাম ধরে রেখেছে। তাদের বর্ষপঞ্জিটি হিন্দু বর্ষপঞ্জি পদ্ধতির সাথে আবদ্ধ থাকে ও বিভিন্ন বাঙালি হিন্দু উৎসব নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
আকবর রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লাহ শিরাজিকে চান্দ্র ইসলামি বর্ষপঞ্জি ও সৌর হিন্দু বর্ষপঞ্জিকে একত্রিত করে একটি নতুন বর্ষপঞ্জি তৈরি করতে বলেন। ১৫৫৬ সালে জালালউদ্দিন মোহাম্মদ আকবর এর শাসন আমলে বাংলায় প্রচলিত শশাঙ্কের সৌর বর্ষপঞ্জির সাথে চন্দ্র ইসলামি বর্ষপঞ্জি (হিজরি) একত্রিত করে তৈরি করেছিল বঙ্গাব্দ নামে।
বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে বাংলা পঞ্জিকার ক্ষেত্রে শহীদুল্লাহ কমিটির সুপারিশ গ্রহণ করে, তবে ১৪ এপ্রিল বছর শুরুর দিন এবং খ্রিস্টীয় পঞ্জিকার অধিবর্ষের বছরে চৈত্র মাসের পরিবর্তে ফাল্গুন মাসে একদিন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
এর মাধ্যমে পাকিস্তান সরকার ড. মুহাম্মদ শহীদুল্লাহকে দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আদলে বাংলা ক্যালেন্ডার তৈরি করিয়ে নেয় পূর্ব ও পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক দেয়াল তৈরি করতে। পাকিস্তান আমলে সেটা সম্ভব না হলেও এরশাদ সেটা সফল করে দেন। বাংলা একাডেমিতে রক্ষিত ড. মুহাম্মদ শহীদুল্লাহর সেই ক্যালেন্ডার এরশাদকে সাহায্য করে ‘পহেলা বৈশাখ’ পাল্টে দিতে। এ জন্য বাংলা একাডেমি কম দায়ী নয় এবং বাংলা একাডেমি এর দায় এড়াতে পারে না।
এরশাদের কর্মের ফলে এখন একদেশে দু’দিন বাংলা নববর্ষ পালিত হয়। ১৪ এপ্রিল হয় সাড়ম্বরে, ১৫ এপ্রিল অনাড়ম্বরে।
আমাদের জাতীয় জীবনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। দিনটি ছিল ৮ ফাল্গুন ১৩৫৮। বর্তমান বাংলা পঞ্জিকা অনুসারে, ২১শে ফেব্রুয়ারি কিন্তু ৮ ই ফাল্গুন নয় বরং ৯ ই ফাল্গুন হয়! কিন্তু ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে গৃহীত হওয়ায় ৮ ফাল্গুন উদযাপনের কথাও আছে। আবার ঐতিহাসিক ১৬ ই ডিসেম্বর ছিল ১লা পৌষ,এরশাদের ক্যালেন্ডারে এখন তা হয়ে গেল ২ রা পৌষ! বাংলাদেশের এই পঞ্জিকাটি তাই ভারতের পশ্চিমবঙ্গে বা পৃথিবীর অন্যান্য বাংলাভাষী অঞ্চলে গৃহীত হয়নি। সেখানে ঐতিহ্যবাহী বাংলা পঞ্জিকাই চলে। সেখানে ১৪ ই এপ্রিলের পরিবর্তে ১৫ ই এপ্রিল নববর্ষ উদযাপিত হয়। তাই বাংলা পঞ্জিকার ঐতিহ্য মেনে ১ লা বৈশাখ ১৪ ই এপ্রিলের পরিবর্তে ১৫ ই এপ্রিল করা এখনই দরকার। এর ফলে ২১শে ফেব্রুয়ারি ৮ ই ফাল্গুন হবে, দুই বাংলায় একই দিন নববর্ষ হবে,সবকিছু ফিরে আসবে সুন্দর সমীকরণে।
আমাদের দেশের মেয়েরা ফাল্গুনের প্রথম দিনে শখ করে হলুদ শাড়ি পরে যে বসন্ত উৎসব করে, এ সংস্কারের ফলে ১ লা ফাল্গুন হবে ১৪ ফেব্রুয়ারি, যা কিনা ‘ভ্যালেন্টাইন ডে’ বা ‘ভালোবাসা দিবস’ও বটে!
প্রতি ৩০ ডিগ্রী কক্ষপথে যা ১ মাসের সমান তার জন্য একটি করে রাশি,এভাবে ৩৬০ সম্পূর্ণ বৃত্ত বা ৩৬০ ডিগ্রী পথের জন্য(১২ মাস) ১২ টি রাশি।
প্রতি ৩০ ডিগ্রী কক্ষপথে যা ১ মাসের সমান তার জন্য একটি করে রাশি,এভাবে ৩৬০ সম্পূর্ণ বৃত্ত বা ৩৬০ ডিগ্রী পথের জন্য(১২ মাস) ১২ টি রাশি।
পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের জন্য প্রয়োজনীয় ৩৬৫.২৫ দিনকে ৩৬৫ টি ভাগে ভাগ করে এই ক্যালেন্ডারটিকে তৈরী হয়। বাকী ০.২৫ দিনকে ব্যলেন্স করার জন্য প্রতি ৪ বছর পরপর(০.২৫*৪=১) দিন ফেব্রুয়ারী মাসে অতিরিক্ত যোগ করা হয়।অর্থাৎ সৌর বর্ষপঞ্জিকা হলেও এটা শতভাগ ফসলী নয় কেননা এটি ধ্রুব,প্রতিবছর সূর্য ও পৃথিবীর মধ্যেকার যে কৌণিক পরিবর্তন তা এটি বিবেচনায় না নিয়ে একটি সুবিধাজনক ফিক্স করা দেয়া ধ্রুব দিনপঞ্জিকা।তাই এতে একটি নির্দিষ্ট দিবস প্রতিবছর ই ওই নির্দিষ্ট দিনেই পালিত হয়,কৌণিক পরিবর্তনে যে দিবসটির পরিবর্তন হয় তা এতে আমলে নেবার সুযোগ নেই।
কিন্তু যদি এমন একটি দিনপঞ্জিকা আপনি বানাতে চান যেটা দিয়ে সঠিকভাবে বছর গণনার পাশাপাশি আপনি নির্দিষ্ট বা পবিত্র দিনসমূহ আগে থেকেই সনাক্ত করে রাখতে চান এবং সাথে সাথে ঋতুসমূহ ও নির্দিষ্ট ফসলের জন্য উপযুক্ত সময় এবং আবহাওয়া এর অবস্থাও জেনে রাখতে চান? সেক্ষেত্রে আপনাকে পৃথিবীর সাপেক্ষে চন্দ্র ও সূর্য উভয়ের তো বটেই এমনকি নক্ষত্রসমূহের গতিপথ ও অবস্থানও বিবেচনা করেই দিনপঞ্জিকা বানাতে হবে । এবং পৃথিবীর সর্বপ্রথম এবং বিশদ চান্দ্র-সৌর বর্ষপঞ্জিকা হল বৈদিক হিন্দু বর্ষপঞ্জিকা যার প্রভাব তখনকার যুগে চীন,গ্রীস এবং ইসলামপূর্ব আরবেও ব্যপ্ত ছিল।
ভারতবর্ষীয় এ দিনপঞ্জিকার অন্যতম বৈশিষ্ঠ্য হল যে এখানে একটি দিন শুরু হয় তখন ই যখন পৃথিবী ০.৯৮৬৩ ডিগ্রি পথ অতিক্রম করে,প্রতি ০.৯৮৬৩ ডিগ্রিতে ১ দিন হয়,এভাবে পৃথিবী সূর্যের চারপাশে তার উপবৃত্তাকার কক্ষপথের ৩৬০ ডিগ্রি পথ বছরে ৩৬৫ দিনে অতিক্রম করে অর্থাৎ প্রতি ১ দিনে ০.৯৮৬৩ ডিগ্রী (৩৬৫ দিন*০.৯৮৬৩ ডিগ্রী=৩৬০ ডিগ্রী)।এই ৩৬০ ডিগ্রি উপবৃত্তাকার পথকে মোট ১২ ভাগে ভাগ করা হয়েছে যার প্রতিটা ভাগ ৩০ ডিগ্রি করে আর এই প্রতি ৩০ ডিগ্রি পথকে রাশি বলা হয়(মকর,কুম্ভ,ধনু,তুলা,বৃশ্চিক ইত্যাদি)। অপরদিকে ইংরেজী ক্যলেন্ডার এত বৈজ্ঞানিক হিসেবের মধ্যে দিয়ে যায় না,এটাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে যে মধ্যরাত ১২ টা বাজলেই তাকে দিনের শুরু বলে ধরা হয়। এখন তাহলে আমরা বৈদিক বর্ষপঞ্জিকায় একই সাথে চন্দ্র,সূর্য,নবগ্রহ ও নক্ষত্রসমূহের সাথে পৃথিবীর তূলনামুলক অবস্থান জানতে পারি যা আর কোন বর্ষপঞ্জিকাতেই জানা সম্ভব নয়।
প্রতি ৩০ ডিগ্রী কক্ষপথে যা ১ মাসের সমান তার জন্য একটি করে রাশি,এভাবে ৩৬০ সম্পূর্ণ বৃত্ত বা ৩৬০ ডিগ্রী পথের জন্য(১২ মাস) ১২ টি রাশি
এইজন্য দেখা যায় যে হিন্দুদের পঞ্জিকায় আগে থেকেই গাণিতিক এই পদ্ধতিতে বিজয়া দশমী,ঈদ,বুদ্ধপূর্নিমা প্রভৃতির তারিখ অনেক আগে থেকেই বলে দেয়া থাকে,চাঁদ দেখা কমিটির অপেক্ষায় বসে থাকতে হয়না।
একটা উদাহরন দেই। বাল্মীকি রামায়নের ১.৮.৮-১০ এ শ্রীরামচন্দ্রের জন্মদিনের বিবরন দেয়া আছে এভাবে-
১.রবি অশ্বিনীতে(Sun in aries) অর্থাত্ সেদিন সূর্য এবং অশ্বিনী বা Aries নামক নক্ষত্রটি একই সরলরেখায় অবস্থিত ছিল।
২.সোম বা চন্দ্র ছিল Pollux বা পূনর্বসু নামক নক্ষত্রের সাথে একই সরলরেখায়।
৩.শনি ছিল বিশাখা বা Librae নামক নক্ষত্রের সরলরেখায়।
৪.বুধগ্রহ ছিল রেবতী বা Pisces নামক নক্ষত্রের সমান্তরালে।
অর্থাৎ নিখুঁতভাবে সেদিন সৌরজগতের কোন কোন গ্রহ,উপগ্রহ,নক্ষত্র কোন কোন অবস্থানে ছিল তার বর্ণনা দেয়া থাকায় বিজ্ঞানীরা খুব সহজেই এই বর্ণনা দেখে বের করেছেন যে তারিখটি ছিল ১০ ই জানুয়ারী। অর্থাত্ চন্দ্র,সূর্য,গ্রহ ও নক্ষত্র প্রত্যেকটির অবস্থানেরই নিখুঁত বর্ণনা থাকায় এই চান্দ্র-সৌর বর্ষপঞ্জিকা পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই যেকোন দিন আগে থেকেই বের করে ফেলতে পারি।
বাংলাদেশের আকাশে যখন চাঁদ ওঠা দেখার উপর নির্ভর করে ইসলামের সকল পর্ব। চাঁদ দেখার জন্য রয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মাসে একদিন ইসলামিক ফাউন্ডেশনে কমিটির বৈঠকে তারা নিজেদের প্রতিনিধি পাঠান। সেসব প্রতিনিধিরা ইসলামিক ফাউন্ডেশনে উপস্থিত হয়ে বসে থাকেন চার দেয়ালের ভেতরে। অপেক্ষা করেন দেশের বিভিন্ন স্থান থেকে ফোন আসার। ফোনে সংবাদ আসলেই তারা ঘোষণা দেন ‘চাঁদ ওঠার’। এজন্য বরাদ্দ রাখতে হয় বাজেট।
ধরুন আপনি যদি জানতে চান ২০৩০ সালে বিজয়া দশমী কয় তারিখ পড়বে বা ২০৩৫ সালে ঈদ উল আযহা কয় তারিখ তা জানার উদ্দেশ্যে আপনাকে চাঁদ দেখার জন্য বসে থাকতে হবেনা। আপনি সহজেই তা জেনে নিতে পারবেন চান্দ্র-সৌর বর্ষপঞ্জিকা পদ্ধতির মাধ্যমে। আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর।