ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চান সুচি

admin
September 29, 2017 12:52 am
Link Copied!

নিউজ ডেস্কঃ  সুচি আমাকে আশ্বস্ত করেছেন, তিনি সব শরণার্থীকে মিয়ানমারে ফিরিয়ে নিতে চান। বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মার্ক ফিল্ড বলেন, সুচি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন এবং তিনি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে একটি সঠিক লাইন বের করার চেষ্টা করছেন।

মিয়ানমার সফর করা এ মন্ত্রী বলেন, আমি নিজের চোখে ভয়াবহ অবস্থা দেখেছি। আমরা এখন যা করতে পারি তা হল, আমাদের বন্ধুদের দিয়ে যত সম্ভব চাপ প্রয়োগ।

ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, এই সংকট সমাধানে পর্দার অন্তরালে অনেক কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং এটা এখন আর একটি আঞ্চলিক ইস্যু নয়।

যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি পাউন্ড আর্থিক সহায়তা দেবে বলেও জানান এ মন্ত্রী।

এর আগে সচিবালয়ের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের মার্ক ফিল্ডসহ ৯ সদস্যের প্রতিনিধিদল।

এর আগে যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ৫৯ লক্ষ পাউন্ড আর্থিক সহায়তা দিয়েছিল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে রোহিঙ্গাদের খাবার ও পানীয় জলের বিতরণ, ক্যাম্পের ভিতরের শৃংখলা, রেজিস্ট্রেশন, বাসস্থান ইত্যাদি নিয়ে তারা মতবিনিময় করেন।

এতো বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়ায় প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

http://www.anandalokfoundation.com/