কঠোর অবস্থানে গেছে চট্টগ্রাম বন্দর কর্তৃ পক্ষ। সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর বিপজ্জনক পণ্য ডেলিভারি নিয়ে উদিগ্ন চট্টগ্রাম বন্দর।
এ-জাতীয় পণ্য আমদানির পর বন্দর থেকে তা দ্রুত ডেলিভারি নিতে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত চার দিনের মধ্যে ডেলিভারি না নিলে পঞ্চম দিন থেকে দ্বিগুণ হারে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছে বন্দর পক্ষ।
এদিকে, আগামী আগস্টে বন্দরের নিরাপত্তা দেখতে মার্কিন কোস্টগার্ড দল বাংলাদেশে আসার কথা রয়েছে। বন্দর ও এর সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি ডিপোগুলোতে আইএসপিএস (জাহাজ ও বন্দর স্থাপনার নিরাপত্তাঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম) কোড ঠিকমতো মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবে তারা। মার্কিন কোস্টগার্ড দল আসার আগেই বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ব্যবস্থাপনা উন্নত করাসহ আইএসপিএস কোড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
দ্য ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেনজারাস গুডস (আইএমডিজি)-এর আওতায় বিপজ্জনক পণ্যের কোড নির্ধারণ করা হয়।
সাধারণত গ্যাস, পেট্রোলিয়াম, বিভিন্ন ধরনের রাসায়নিক ও দাহ্য পদার্থ এই তালিকায় রয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে হাইড্রোজেন পার-অক্সাইড, সালফার, ক্যালসিয়াম কার্বনেটসহ বিভন্ন ধরনের রাসায়নিক আমদানি রপ্তানি হয়।