ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘শিশু কনভেনশন-২০১৫’ অনুষ্ঠিত

admin
September 12, 2015 10:10 am
Link Copied!

যশোর প্রতিনিধিঃ শিশুর সাথে মানবিক আচরণ করার দাবি জানিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে “শিশু কনভেনশন-২০১৫”। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ কনভেনশনে প্রধান অতিথি ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য প্রফেসর ড. আবদুস সাত্তার।

জেলা শিশু অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে কনভেনশনে সমাজের বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। তারা একই সূরে ঘরে-বাইরে শিশুর সাথে মানবিক আচরণ করা শপথ নেন। কনভেনশনে শিশুর স্বার্থ রক্ষার তাগিদ দিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শাহীদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারু-অর-রশিদ, সুকুমার দাস প্রমুখ।

http://www.anandalokfoundation.com/