ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের চলছে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

admin
October 24, 2016 6:22 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেপুর (২৩-১০-১৬) মেহেরপুর পল্লী বিদ্যুত্ অফিসের কয়েক শতাধিক মিটার রিডার চাকরি স্থায়ীকরণের দাবিতে মাথায় কাফনের কাপুড় বেধেঁ লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টা থেকে তারা মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন তারা। কর্মবিরতি কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সম্পাদক আক্তারুজ্জামান। এসময় বক্তরা অভিযোগ করে বলেন, ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিতকরণসহ ৬দফা দাবীতে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও ধর্মঘট চলবে বলে তারা জানান।

মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের ১৯৬ জন কমরর্ত রয়েছেন।

http://www.anandalokfoundation.com/