মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে চলিত ২০১৮-২০১৯ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামৃল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম-এর সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদে,কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখাতারুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে সদর উপজেলার ১ হাজার চাষীর মধ্যে ১ কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি করে ডি এফ পি এবং ১০ কেজি করে এম ও পি সার বিতরন করা হয়।