মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০৩-১৭): মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল ও ৮নং ( আমঝুপি) ওয়ার্ড সদস্য খাজা মঈনুদ্দিন লিটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে আমঝুপি বাজারে আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সামসুজ্জামান চমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুুর রহমান রিটন,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের য্গ্মু আহবায়ক তারিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা,জেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মতিউর রহমান। সংবর্ধনা শেষে আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করানো হয়।