ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে পূজামণ্ডপের পাশে মারামারিতে কলেজছাত্র নিহত

admin
October 11, 2016 7:13 am
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূজামণ্ডপের পাশে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে কলেজছাত্র মো. ফয়সাল (২২) নিহত হয়েছেন। এ সময় দুজন গুরুতর আহত হয়েছেন।

আহত আকাশ চোকদার (২২) ও শাহীনকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সালের ভাগ্নে মো. জুয়েল জানান, তাঁর মামা ফয়সাল সোমবার রাতে বন্ধুদের নিয়ে পুরা এলাকায় দুর্গাপূজা দেখতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে আকাশ কথা কাটাকাটির একপর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করেন। এ সময় পাল্টা আঘাত করেন ফয়সালের সঙ্গে থাকা বন্ধুরা। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবীব ইবনে আব্দুল্লাহ জানান, রাত ৯টার দিকে ফয়সালের লাশ নিয়ে আসে লোকজন। আহত আকাশ ও শাহীনকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/