13yercelebration
ঢাকা

মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক লুৎফরের মৃত্যু

admin
May 6, 2016 1:19 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক যশোরের লুৎফর মোড়ল (৭৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক সূত্রে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গত ১৬ মার্চ লুৎফর মোড়লকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সার্জারি ওয়ার্ডে ছিলেন এবং কারা হেফাজতেই তার মৃত্যু হয়।

গত বছর সেপ্টেম্বরে যশোরের কেশবপুরের পরচক্রা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জয়নাল মোড়লের ছেলে। আটক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। গত সেপ্টেম্বরেই তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর ৮ সেপ্টেম্বর লুৎফর মোড়লসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। এতে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

http://www.anandalokfoundation.com/