13yercelebration
ঢাকা

ভারতে পাচারের সময় বেনাপোলে দুই নারী উদ্ধার

admin
July 8, 2017 9:11 am
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তারা হলেন- খুলনার তেরখাদার রিনা (২৬) ও নড়াইলের নড়াগাতির নাসরিন (২২)।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।

জিবি সূত্রে জানা যায়, তাদের নিজস্ব গোয়ন্দা তথ্যে খবর আসে দুইজন বাংলাদেশি নারীকে ভালো কাজের লোভ দেখিয়ে ভারতের বোম্বাই শহরে পাচার করছে। পরে বিজিবি’র সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা ওই দুই নারীকে ফেলে পালিয়ে যায়। পরে সাদিপুর নামক স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব বিষয়টি নিশ্চিত করে  বলেন, উদ্ধার হওয়া নারীদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান বিজিপি’র এই কর্মকর্তা।

http://www.anandalokfoundation.com/