ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে গরুর মাংস শনাক্তের যন্ত্র দেওয়া হচ্ছে পুলিশকে

admin
July 8, 2017 11:38 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ দেশজুড়ে নিষিদ্ধ গোহত্যা। গোহত্যায় নিষেধাজ্ঞায় দেশজুড়ে ক্ষোভ ও গোপাচারকারী সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনায় শোরগোল চলছে। সর্বশেষ এক আইনবলে দেশে বিনা অনুমতিতে কসাইদের গরুর মাংস বিক্রিও নিষিদ্ধ করেছে ভারত। ‘গো-মাতা’ রক্ষায় প্রয়োজনীয়তার কথা নিত্য বলেন ভারতীয় হাইকোর্ট।

এর মধ্যেই আজ  শনিবার দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুলিশ বিভাগ জানাল, রাজ্যটির পুলিশ বাহিনীকে দেওয়া হবে গরুর মাংস শনাক্তকরণ যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে কেউ অন্য মাংসের কথা বলে গোমাংস বিক্রি বা পরিবহন করলে তা শনাক্ত করা যাবে সহজেই।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফরেনসিক ল্যাবরেটরিতে সেই যন্ত্র তৈরি হচ্ছে। ওই যন্ত্রে মাংসের প্রোটিনের নমুনা পরীক্ষা করে আধা ঘণ্টায় ফল পাওয়া যাবে। ফলে গোমাংস পাচারকারীদের শনাক্ত করা যাবে সহজেই।

বহনযোগ্য ছোট একটি যন্ত্রের দাম ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার রুপি বলে জানিয়েছে পুলিশ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যন্ত্রগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসেই পুলিশের হাতে এই যন্ত্র তুলে দেওয়া হবে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রাথমিকভাবে মুম্বাই, পুনে, মহারাষ্ট্র ও নাগপুরের পুলিশকে এই যন্ত্র দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশের পুলিশের কাছে পৌঁছে যাবে এই গোমাংস শনাক্তকরণ যন্ত্র।

এদিকে পুলিশের এই ঘোষণার পর ভারতে শুরু হয়েছে সমালোচনা। দেশটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুরের এই বিষয়ে নিজের টুইটারে লিখেন, গোমাংস শনাক্ত করতে যন্ত্র! ভুল বিষয়কে প্রাধান্য দেওয়ার এক ভয়াবহ দৃষ্টান্ত এটি। আমাদের সরকারি অর্থ খরচের জন্য এর চাইতে দরকারি ক্ষেত্র আর কিছু নেই!’

http://www.anandalokfoundation.com/