13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বোদা মহিলা মহাবিদ্যালয়ের একাডেমিক দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
September 22, 2015 7:27 pm
Link Copied!

এন,এ,রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : বোদা মহিলা মহাবিদ্যালয়ের একাডেমিক দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১  সেপ্টেম্বর  সোমবার মহিলা মহাবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম সুজন মহিলা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরস্থাপ করেন। এ উপলক্ষে মহাবিদ্যালয় চত্বরে এক সুধী সমাবেশে এমপি এড. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তব্য রাখেন। মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, শিক্ষা প্রকৌশল অধিদফতরের পঞ্চগড় জোনের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন।  দ্বিতল একাডেমিক ভবনের নির্মাণ  ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪০ লাখ টাকা।

http://www.anandalokfoundation.com/