13yercelebration
ঢাকা

বেনাপোলে  ৪৪ লাখ টাকার আমাদনি নিশিদ্ধ ও  বিপুল পরিমান ঔষধ জব্দ 

admin
January 4, 2017 4:09 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় আমদানি নিশিদ্ধ ৪৪ লাখ ১৯ হাজার টাকার বিপুল পরিমান ঔষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা ১১ টার সময় এ ঔষুধ জব্দ করা হয়।

২৬ বিজিবি, বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর নিকট থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি ব্যাগ উদ্ধার করে ক্যাম্পে আনা হয়।

পরে ব্যাগ গুলো খুলে তার ভিতর থেকে ভারতীয় ট্যাবলেট Eption 500 mg 2000 pc, Injection Somastin 3mg 94pc,Injection Sodoum Chloride 1 mg2 94 pc, injection Gemcitavine 1000 mg 175pc, Cap, Etoposide 50 mg 335pc, Injection Bortizomeib 2mg 30pc, Bimode 100mg 20pc, Revocon 25 mg 680 pata, Demopressinnasal spray 2-5 ml 240pc পাওয়া যায়। যার আনুমনিক বাজার মুল্য ৪৪ লাখ ১৯ হাজার টাকা।

তিনি আরো জানান আমদানি নিশিদ্ধ পাচার হয়ে আসা ভারতীয় ঔষুধের বিরুদ্ধে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় পাওয়া মামলা দায়ের করা হবে। ভারতীয় এ ঔষুধ কোথায় জমা হবে বা নষ্ট করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, এটা এখন বলা যাবে না।

সিও সাহেবের নির্দেশ না আসা পর্যান্ত আপাতত কিছু বলা যাবে না।

http://www.anandalokfoundation.com/