14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

admin
August 19, 2018 12:10 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৯ আগস্ট) সকাল ৭টায় বেনাপোল সীমান্তের শিকড়ি মাঠে চোরাচালানীদের ধাওয়া করে এসব শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে শিকড়ি মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় টের পেয়ে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস শাড়ি পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, জব্দকৃত কাপড় কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

http://www.anandalokfoundation.com/