13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে তিনটি নতুন ফিচার চালু করলো গুগল ম্যাপ

Rai Kishori
July 16, 2019 8:16 pm
Link Copied!

বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন ফিচারস চালু করলো গুগল ম্যাপ। এসব ফিচারসের মধ্যে রয়েছে মোটসসাইকেল মুড, বাংলায় ভয়েস নেভিগেশন এবং সেফটি বা নিরাপত্তা ফিচারস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন মটরসাইকেল রাইডারদের জন্য গুগল ম্যাপ নেভিগেশন ট্র্যাফিক সমস্যা নিরসনসহ বাংলাদেশে মটর সাইকেল ব্যবহারে দারুন ভূমিকা রাখবে। তিনি বলেন গুগলের নতুন এই সেবা মটরসাইকেল রাইডাদের নিরাপত্তাও নিশ্চিত করবে।

আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসব ফিচারস উন্মোচনের ঘোষণা উপলক্ষে গুগল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুগল ম্যাপস এর ডিরেক্টর অব প্রোডাক্টস ক্রিশ ভিতালদেভারা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দক্ষিণ এশিয়া) অনল ঘোষ, গুগল এর বিজনেস এন্ড অপারেশন্স লিড বিকি রাসেল এবং বিজনেস ডেভেলপমেন্ট এন্ড অপারেশন ম্যানেজার জেসিকা বায়ার্ন উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের গুগল ম্যাপস এর লোকাল গাইডসরাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, গুগল সবসময়ই অন্যদের থেকে আলাদা কিছু করছে যা সকলের জন্য অনুপ্রেরণার। এমনকি আমরাও গুগলের থেকে অনুপ্রাণিত হয়েছি। সিলিকন ভ্যালিতে গুগলের যেধরনের অফিস (কালচার) দেখেছি তা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে আমরা ২৮টি আধুনিক অফিস স্থাপন করেছি।

তিনি বলেন গুগলের সেবা বাংলাদেশের তরুণ-তরুণীদের মাঝে আরও ছড়িয়ে যাবে আশা করে পলক বলেন, গুগলের অনেক সেবা আছে যেগুলো বিনামূল্যে পাওয়া যায় কিন্তু অনেকেই তা জানেন না। গুগল যদি সেসব সেবা আমাদের ছেলেমেয়েদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় তাহলে আমরা আরও লাভবান হব। গুগল ম্যাপসে বাংলায় নেভিশন ব্যবস্থা চালু হওয়ার সংবাদ ভাষার জন্য জীবন দেওয়া জাতি হিসেবে আমাদের জন্য সত্যিই আনন্দের।

অনুষ্ঠানে গুগল ম্যাপস এর নতুন ফিচারগুলো তুলে ধরেন ক্রিশ ভিতালদেভারা। আর সেগুলোর লাইভ ডেমো দেখান অনল ঘোষ। গুগল ম্যাপস এর নতুন সব ফিচারের বিস্তারিত জানিয়ে ক্রিশ ভিতালদেভারা বলেন, গুগল ম্যাপসের নতুন ফিচারসের মধ্যে আছে মোটরসাইকেল মুড। শহরে এমন সব সড়ক্ত থাকে যেগুলো দিয়ে প্রাইভেট কার কিংবা বড় আকারের যানবাহন চলতে পারে না কিন্তু মোটরসাইকেল চলতে পারে এবং খুব দ্রুত। তাই কেউ যখন গুগল ম্যাপসে কোন স্থান খোঁজেন তখন তার অবস্থান থেকে ঐ স্থানে যেতে কত সময় লাগবে তা যানবাহন ভেদে দেখতে পারবেন।

বাংলায় ভয়েস নেভিগেশন ফিচার নিয়ে ক্রিশ বলেন, গুগল ম্যাপে যে নেভিগেশন আছে তা এতদিন সাধারণত ইংরেজি শুনতেন ব্যবহারকারীরা। এখন সেটি বাংলায় শোনা যাবে। এরজন্য হ্যান্ডসেট এর ভাষা বাংলা অথবা শুধু গুগল ম্যাপের নেভিশন সেটিংস থেকে ভাষা বাংলা নির্বাচন করলেই হবে।

http://www.anandalokfoundation.com/